পদ্মা সেতুতে দুর্ঘটনা, নিহত যুবকরা বাইক চালাচ্ছিলেন ১০৫ কিমি গতিতে » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে দুর্ঘটনা, নিহত যুবকরা বাইক চালাচ্ছিলেন ১০৫ কিমি গতিতে

জেলা প্রতিনিধি
জুন ২৭, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

জানা গেছে, ওই দুই যুবকের একজন একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার। হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে গুরুতর আহত হন চালক ও আরোহী।
এই ঘটনা ঘটে রবিবার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝিতে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে ওই দু’জন সেতুর ওপর পড়ে রয়েছে। তাদের পাশে রক্তের দাগও দেখা যায়।

এদিকে, আজ সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads