স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে লাঠিখেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) বিকালে ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডের মাহবুব আহমেদ স্মৃতি মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, সহকারি কমিশনার (ভূমি) টি এম রাসকিন কবীর, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, সাংগঠনিক সম্পাদক শফি বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দীন তুহিন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন প্রমূখ।
বিপুল সংখ্যক দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিজ্ঞাপন