পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে অংশ নেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক্ষ, পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেনি-পেশার মানুষের অংশগ্রহনে দলীয় কার্যালয়ের সামনে লোকারণ্য হয়ে উঠে।
পদ্মা সেতু উদ্বোধনের পর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানো হয়।
দলীয় কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষকলীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানাসহ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন