ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ে কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে পাকশী রেলওয়ে শ্রমিকলীগ।
বুধবার (২৯ জুন) দুপুরে রেলওয়ে শ্রমিক লীগ নেতাকর্মীরা পাকশী আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে শ্রমিক সমাবেশে যোগ দেয়।
পাকশী রেল শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আউট সোর্সিং এর মাধ্যমে শ্রমিক নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াতের দোসররা সুকৌশলে উন্নয়নে বাধার সৃষ্টি করে যাচ্ছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে যে সকল রেলকর্মকর্তা অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা পাকশী রেলওয়ে ব্যস্থাপক শাহিদুল ইসলামের কাছে দাবি সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন।
বিজ্ঞাপন