দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১৩৪ জনে।
বুধবার বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। তখন মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৩৩ জনে। ঐ সময়ে নতুন করে শনাক্ত হন ৮৭৪ জন। তখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।
অধিদফতর জানিয়েছিল, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হন ৮৪ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বিজ্ঞাপন