বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা কমিটির উদ্দোগে ২৫ জুন সকালে পাবনায় পিসিসিএস মিলনায়তনে জেলা পার্টির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরীর সভাপত্তিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য প্রফেসর ডাঃ আবু সাঈদ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রাকসুর সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মহাসিন রেজা, পাবনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক,
পাবনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক আহসান হাবিব, এসএম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধ কমরেড শাহ আলম, সাংবাদিক আব্দুল জব্বার, খন্দকার আশরাফ্জ্জুামান, ডাঃ অলোক মজুমদার, বীর মুক্তিযোদ্ধ জামাত আলী মন্ডল, কমরেড, শাহিনুর রহমান, কমরেড আব্দুল কাদের, কমরেড জাকির হোসেন, কমরেড আলাউদ্দিন, জাহিদুল ইসলাম রিপন প্রমুখ। সাধারণ সভ সঞ্চালন করনে জেলা পার্টির সাধারণ সম্পাদক, কমরেড সালফি আল ফাত্তাহ। জেলা পার্টির সাধারণ সভায় কেন্দ্রীয় নেতৃবিন্দু বলেন, পাবনায় শক্তিশালী পার্টি গড়ে তুলতে হবে।
এ সময়ে সকল দ্রব্য মূল্য উর্দ্ধগতি হয়েছে। জন গণের ভোটাধিকার ফিরেয়ে দিতে হবে। কৃষকের সকল কৃষি উপকরণের মুল্য কমাতে হবে। দি-দলীয় ধারার বাহিরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন