ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের সভাপতি আদু বালা শীলের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা শাখার স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি. এম. ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈশ্বরদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মোসলেম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা, পাবনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আসমা খান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ হাদিউল ইসলাম, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত, সেলিম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, হেলেনা খাতুন সাধারণ সম্পাদক, পাবনা জেলা গার্ল গাইড এসোসিয়েশন, ফজলুল হক, প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়, মুক্তার হেসেন, প্রধান শিক্ষক, ভাষা শহিদ বিদ্যানিকেতন, রনজিৎ বিশ্বাস, প্রধান শিক্ষক, আরাম বাড়ীয়া উচ্চ বিদ্যালয়, হাসানুজ্জামান সরকার, মাজদিয়া উচ্চ বিদ্যালয়। হলদে পাখির সম্প্রসারণ কর্মশালায় এস এম মোসলেম উদ্দিন জেলা শিক্ষা কর্মকর্তা বলেন হলদে পাখি কার্যক্রম শিশুদের গণতন্ত্র চর্চা, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।

প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। প্রধান অতিথি পি. এম. ইমরুল কায়েস শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষক, গুরুজন, ছোট, বড়, মানুষের সাথে আচার ব্যবহার ও মূল্যবোধের শিক্ষা পায়। শুধু কারিকুলাম শিক্ষা দিয়ে ছেড়ে দিলে হবে না। শিশুদের স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন পূরণের ধাপগুলো যেন শিশুরা পূরণ করতে সক্ষম হয়।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads