অকালে চলে গেলেন ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

অকালে চলে গেলেন ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন

বিশেষ প্রতিবেদক
জুলাই ১৪, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

সদর দপ্তর জানায়, দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ৭ জুলাই ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে যোগ দেন।

মরহুমের জানাজা আজ বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে লালন আহমেদ স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে দেওয়ান লালন আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এক শোক বার্তায় আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads