অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

বিশেষ প্রতিবেদক
জুলাই ২৪, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন।

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, ঢাকার নির্দেশের পর সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।

রবিবার দুপুুরের দিকে পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।
গত বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads