ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পর্শে আকাশ হোসেন (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মারমী গ্রামের মৃত ছবির হোসেনের ছেলে।
প্রত্যদর্শী রাজমিস্ত্রি সোহেল হোসেন জানান, মানিকনগর পাঠশালা মোড় এলাকার ইসরাইল মোল্লার বসতবাড়িতে নির্মাণ করার সময় রাজমিস্ত্রির সহকারী আকাশ ঘরের এক কোণে পড়ে থাকা বিদ্যুতে তার সরাতে গিয়ে স্পর্শে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন