ঈশ্বরদী সুগারক্রপে স্টেভিয়া চাষের উপর সেমিনার অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সুগারক্রপে স্টেভিয়া চাষের উপর সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মিষ্টি জাতীয় ফসল স্টেভিয়া চাষাবাদের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২ জুলাই) বিকেলে সুগারক্রপের প্রশিক্ষণ মিলনায়তনে ‘ টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন, মাঠ মূল্যায়ন এবং স্টেভিওসাইড নিষ্কাশন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচি পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ।

প্রধান অতিথি ছিলেন সুগারক্রপের মহাপরিচালক ড. আমজাদ হোসেন। মডারেটর হিসেবে মঞ্চে ছিলেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুনির হোসেন। সুগারক্রপের সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী ও সাংবাদিক সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রশ্নোত্তার পর্বে বলা হয়, স্টেভিয়া দেশে একটি সম্ভাবনাময় ফসল। এই ফসল অদূর ভবিষ্যতে কৃষক ও মানুষের জন্য উপকারের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। স্টেভিয়ার পাতা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মিষ্টির চাহিদা পূরণ করবে। স্টেভিয়ার পাতা ব্যবহারে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি হবে না।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads