না ফেরার দেশে চলে গেলেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি (৭০)। শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ছাত্র জীবনের তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর (বি এল এফ) সদস্য ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদারের ছোট ভাই উজ্জ্বল সরদার ইতিহাস টুয়েন্টিফোরকে জানান, রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় সাহাপুর নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাযায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন