ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে স্কুলপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধ্যকজনিত কারণে তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। আলহাজ্ব আব্দুর রহিম স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাঁড়া মাড়োয়ারী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম জানান, শিক্ষক আব্দুর রহিমের জানাজা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় (বাদ আসর) ওই স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। এরপর রহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিজ্ঞাপন