ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুলের শিক্ষক আব্দুর রহিম স্যারের দাফন সম্পন্ন » Itihas24.com
ঈশ্বরদী৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুলের শিক্ষক আব্দুর রহিম স্যারের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে রহিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ৫০ মিনিটে স্কুলপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

বিকেল সাড়ে ৫টায় (বাদ আসর) শিক্ষক আব্দুর রহিমের একসময়ের কর্মস্থল সাঁড়া মাড়োয়ারী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাঁড়া মাড়োয়ারী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথাসহ হাজার হাজার মুসল্লি জানাযায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads