ওপর দিয়ে ট্রেন চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ওপর দিয়ে ট্রেন চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

জেলা প্রতিনিধি
জুলাই ২২, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়া থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন লিজা (১৯) নামের এক তরুণী। শুক্রবার (২২ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া তিতাস নদীর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

লিজা উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকার জুনায়েদ মিয়ার স্ত্রী। এ ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও এ ঘটনার ভিডিও ধারণকারী আমজাদ ভূইয়া জাগো নিউজকে বলেন, ‘বিকেলে আখাউড়া বাইপাস সড়ক সংলগ্ন রেলওয়ে সেতু এলাকায় মনোরম পরিবেশের কারণে অনেকেই সেখানে ঘুরতে যান। শুক্রবার বিকেলে আমিও ওই এলাকায় ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ দেখি একটি ছেলে ও দুটি মেয়ে তিতাস রেলওয়ে সেতুর ওপর দিয়ে আখাউড়ার প্রান্তে আসছেন। ব্রিজের ঠিক শেষ প্রান্তে তারা আসার পর হঠাৎ ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন প্রায় কাছাকাছি এসে পড়ে। এ সময় ছেলেটি ও এক মেয়ে নিরাপদে অবস্থান নেন। কিন্তু অপর একটি মেয়ে ট্রেনটি কাছাকাছি আসার আগ মুহূর্তে হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। মেয়েটি রেললাইনের মাঝামাঝি পড়ে থাকলে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘ট্রেনটি চলে গেলে দেখি আল্লাহর অশেষ রহমতে মেয়েটির শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। এ অবস্থায় তিনি অচেতন হয়ে যান। উপস্থিত সবার সহযোগিতায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, ‘চিকিৎসা নিয়ে ওই তরুণী বাড়িতে চলে গেছেন। রেজিস্টার খাতায় যোগাযোগের কোনো নম্বর দিয়ে যায়নি। তবে জানিয়েছেন, স্বামীর সঙ্গে রেললাইন এলাকায় বেড়াতে গিয়েছিলেন।’

তবে এ বিষয়ে ওই তরুণীর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। খোঁজ নিতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads