করোনায় আরো পাঁচ মৃত্যু, বাড়লো শনাক্ত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবুধবার, ১৩ জুলাই ২০২২


করোনায় আরো পাঁচ মৃত্যু, বাড়লো শনাক্ত

বিশেষ প্রতিবেদক
জুলাই ১৩, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ২১৭ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন।

এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান ৯জন। তখন দেশে মোট মৃত্যু দাঁড়ায় ২৯ হাজার ২১২ জনের। ঐ সময়ে চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬৫৬ জনের শরীরে। তখন মোট শনাক্ত দাঁড়ায় ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।