নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ রাখার অনুরোধ » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ রাখার অনুরোধ

বিশেষ প্রতিবেদক
জুলাই ১৮, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মসজিদে সবসময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। নামাজের সময় এসি চালু রাখা যাবে। আসলে, উপাসনালয়গুলোতে আমরা বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। আপনারা কেবলমাত্র নামাজের সময়টুকুতে এসি ব্যবহার করুন, বাকি সময়ে বন্ধ রাখুন।

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এজন্য আমি অনুরোধ করবো, আপনারা একটি নির্দিষ্ট সময়ে এসি ছাড়ুন। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুত সাশ্রয় করুন, এটিই আমার অনুরোধ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads