পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে ২০ দিনে টোল আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা

বিশেষ প্রতিবেদক
জুলাই ১৭, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৬ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে গত শুক্রবার পর্যন্ত ২০ দিনে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি।

ঈদুল আজহার ছুটিতে ৮ জুলাই (শুক্রবার) পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন রবিবার। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ দিন গাড়ি পারাপার হয়েছে ১১ হাজার ৯৫৪টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে প্রথম টোল দিয়ে সেতু পার হন। এর পর ২৬ জুন হতে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। প্রথম দিন ২৬ জুন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads