পদ্মা সেতুর টোল প্লাজার সামনে নবজাতকের জন্ম » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে নবজাতকের জন্ম

বিশেষ প্রতিবেদক
জুলাই ৪, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ফায়ার সার্ভিসের কক্ষে নবজাতকের জন্ম হয়। ওই মায়ের নাম হাসি বেগম। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী।

পদ্মা সেতুর (দক্ষিণ) থানা সূত্রে জানা গেছে, সকালে হাসি বেগমকে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এলে প্রসব ব্যথা ওঠে। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফায়ার সার্ভিসের একটি কক্ষে সন্তান জন্ম দেন তিনি।

পদ্মা সেতুর (দক্ষিণ) থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এক প্রসূতিকে সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পরে পদ্মা সেতুর কাছে এলে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। সেখানেই একটি পুত্র সন্তান জন্ম দেন। তাকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন।’

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads