পাবনায় বছরে মাছ উৎপাদন হয় ৬৯ হাজার মেট্রিক টন » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বছরে মাছ উৎপাদন হয় ৬৯ হাজার মেট্রিক টন  

জেলা প্রতিনিধি
জুলাই ২৩, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় উৎপাদিত মাছের চাহিদা মিটিয়ে ১৬ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে পাবনার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা এ তথ্য জানান। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খানসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ পাবনার মৎস্য খাত নিয়ে সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পাবনায় অনেক বিল অঞ্চল রয়েছে। এখানে বরাবরই মাছের চাষ ভালো হয়। সে অনুযায়ী আমাদের অর্জনও অনেক। মানুষকে যেনো নিরাপদ মাছ খাওয়ানো যায় সেদিকে এবার বেশি নজর দিচ্ছি এবং সেভাবেই মাছ চাষিদের পরামর্শ প্রদান করছি।
উল্লেখ্য, এ জেলায় গতবার মাছের মোট উৎপাদন ছিল প্রায় ৬৭ হাজার মেট্রিক টন। যা ২১ হাজার চাষির সমন্বিত চেষ্টায় এবারে বেড়ে তা দাঁড়িয়েছে ৬৯ হাজার মেট্রিক টনে। এছাড়া এ জেলায় মাছের চাহিদা রয়েছে ৫১ হাজার মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় আরও বেশি মাছ উৎপাদন হওয়ার মধ্য দিয়ে জেলায় মাছের চাহিদা মিটিয়েও অন্যান্য জেলার চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads