প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল কোস্ট গার্ড » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল কোস্ট গার্ড

বিশেষ প্রতিবেদক
জুলাই ২৮, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোস্ট গার্ডের সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করেছেন মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার অসামরিক প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ কোস্ট গার্ড থেকে কন্টিনজেন্ট, বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বাহিনীর পক্ষ থেকে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সব সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads