কাঠবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৮ » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

কাঠবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৮

জেলা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গুইমারার তৈকর্মাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস।

জানা গেছে, ট্রাকটি কাঠবোঝাই করে যাওয়ার সময় হঠাৎ করে উল্টে যায়। গাড়িতে থাকা সবাই আহত হয়েছেন। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। চালকসহ ৮ জন আহত হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads