এশিয়া কাপের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ নিয়ে আগে থেকেই উত্তপ্ত হয়ে আছে দুই দেশের ক্রিকেটাঙ্গন। বিশেষ করে গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর উত্তাপটা বেড়ে গেছে অনেক।
সেই ম্যাচের মাঠেই আজ আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান। ম্যাচের শুরুতেই ভাগ্যের খেলায় জিতে গেলো ভারত। বাবর আজমের সঙ্গে টসের কয়েন নিক্ষেপ করতে এসে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তানকে।
বিজ্ঞাপন