ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমলো » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমলো

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুই-একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কতটুকু কমানো যাবে, তা বিশ্লেষণ করা হচ্ছে বলে ওই সময় জানান তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, তেলের দামের ওপর কর কমানোর ফলে খরচ কতটা কমবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল রোববার জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধে ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। শুল্ক–কর কমানোর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে। এর প্রেক্ষিতেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হলো।

গত ৫ আগস্ট ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়ায় সরকার। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads