বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সসদস্য মো. শামসুল হক টুকু। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সোমবার (২৯ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যরাসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সব শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন।

তিনি যেন তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads