রাত ১০টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে ঘুমানোর নির্দেশের চিঠি ভাইরাল » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রাত ১০টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে ঘুমানোর নির্দেশের চিঠি ভাইরাল

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা সম্বলিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রূপালী ব্যাংকের জয়নগর শাখার ম্যানেজার স্বাক্ষরিত চিঠিটি হাতে আসে।

ওই চিঠিতে লেখা হয়, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, স্বপন সিকদার নামের ব্যাংকের এক সিনিয়র অফিসার আমার স্বাক্ষর জাল করে মো. শহিদুল ইসলামকে এ চিঠি পাঠিয়ে দেন। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। পরে বিষয়টি জানাজানি হলে তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে স্বপন সিকদার ও মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads