মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাখাইছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধা মনি মাহালী, শ্রমিক স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ, রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ।
আহত হয়েছেন আরও তিনজন। তারা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, মাটির ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়। নিহতদের উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, চার চা-শ্রমিক মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।
বিজ্ঞাপন