১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর দাম আগে ছিল ১ হাজার ২৫৪ টাকা।
মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।

আজ সন্ধ্যা ৬ টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। তা আগের মতো ৫৯১ টাকাই থাকবে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads