৬১ জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

৬১ জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর পরের দিন ২৬ সেপ্টেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এদিকে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। সেখানে জাপা দাবি করে উপ-নির্বাচনটি ব্যালট পেপারে নিতে। ইভিএমে ভোট হলে তারা এতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয়।

author avatar
Ronjon Kumer

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads