আটঘরিয়া উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদেক হোসেন মোল্লা (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাজপাড়া ইউনিয়নের দলগাড়ি বিলের মধ্যে এ ঘটনা ঘটে। সাদেক মোল্লা ইউনিয়নের কাকমাড়ি গ্রামের মহির মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সাদেক হোসেন তার বাড়ির অদূরে দলগাড়ি বিলে ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পাশের জমিতে কাজ করা স্থানীয় কৃষকরা তার মরদেহ উদ্ধার করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হাসোন কৃষক সাদেক মোল্লার বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন