ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সড়কে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর সড়কে বৃক্ষরোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর শুভসূচনা করা হয়।
ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র বিজয় হোসাইন জানান, পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপনে আগ্রহ সৃষ্টির জন্য এ কর্মসূচী গ্রহণ করেছি। দাদপুর সড়ক ও আশেপাশের এলাকায় সহস্রাধিক ফলদ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মোঃ তুষার আলী, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র মোঃ আজাদুল ইসলাম আকাশ, সিয়াম হোসাইন, তৌহিদুল ইসলাম, দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজের ছাত্র যুবরাজ, পাভেল হোসেন, শাওন, নাঈম, সাব্বির, শিমুল,মারুফ,সিহাব, রাব্বি, মহিন আলী, ইব্রাহিম হোসেন প্রমূখ।
বিজ্ঞাপন