চা-শ্রমিকদের উপহারের স্বর্ণের চুড়ি দেখিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

চা-শ্রমিকদের উপহারের স্বর্ণের চুড়ি দেখিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চা শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পেয়েছিলেন জানিয়ে এই ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনও আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভায়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এতবড় উপহার আমি আর কখনও পাইনি।চা শ্রমিকদের কাছ থেকে পাওয়া স্বর্ণের চুড়ি দেখান প্রধানমন্ত্রীচা শ্রমিকদের কাছ থেকে পাওয়া স্বর্ণের চুড়ি দেখান প্রধানমন্ত্রী

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।চা শ্রমিকদের কাছ থেকে পাওয়া স্বর্ণের চুড়ি দেখান প্রধানমন্ত্রীচা শ্রমিকদের কাছ থেকে পাওয়া স্বর্ণের চুড়ি দেখান প্রধানমন্ত্রী

চা শ্রমিকরা সবসময় নৌকা মার্কায় ভোট দেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চা শ্রমিকরা আমাদের দেশেরই নাগরিক। কিন্তু এক সময় তাদের নাগরিকত্ব ছিল না। ঘরবাড়ি ছিল না। যেহেতু চা শ্রমিকরা সবসময় নৌকা মার্কায় ভোট দেন, সেহেতু আমরা চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলো দূর করতে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads