কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীমঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২


কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে জয়নব বেগম (৪৮) নামে এক নারী ও তার পুত্রবধূ কামরুন্নাহারের (১৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

জয়নব বেগম মামুদানিপুর গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী আর কামরুন্নাহার হাবিবুল বাশারের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে পুত্রবধূকে কামড় দেয় সাপটি। তার চিৎকারে পাশের ঘর থেকে শাশুড়ি ছুটে এলে তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাদের পার্শ্ববর্তী গ্রামে ওঝা কাছে নিয়ে যায়। তিনি বিষ নামাতে ব্যর্থ হলে ভোরে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে পথে কামরুন্নাহার মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জয়নব বেগমেরও মৃত্যু হয়।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, পরিবারের কোনও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।