পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য আব্দুর রহিম পাকন।
শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন ঘোষণা করা হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ঢাকা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।
অপরদিকে তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
বিজ্ঞাপন