পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা, থাকবে স্থায়ী আনসার » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা, থাকবে স্থায়ী আনসার

বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপগুলোতে স্থায়ীভাবে আনসারবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে বলে জানান তিনি।

মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।

এছাড়াও পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে।

তিনি বলেন, “অপপ্রচার রোধে সোশাল মিডিয়া মনিটরিং করা হবে। এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

“পূজার সময় সারাদেশে সম্প্রীতির আবহ যেন বজায় থাকে সেটাই আমাদের চেষ্টা,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads