মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লির রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে সেখানকার পরিদর্শন বইয়ে সই করেন তিনি।

অন্যদিকে, সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। গার্ড অব অনার দেওয়ার আগে তাকে সেখানে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads