১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা » Itihas24.com
ঈশ্বরদী৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে দেশে ডলার সংকট চলছে। এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের চাপা উদ্বেগ বিরাজ করছে। তবে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১০৮ টাকা হিসেবে) পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মাসের প্রথমার্ধে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রবাসীরা ব্যাংকটির মাধ্যমে পাঠিয়েছেন ২২ কোটি ডলার।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যাংকের তুলনায় হঠাৎ বেসরকারি ব্যাংকে বেশি রেমিট্যান্স আসছে। মূলত বেসরকারি ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনছে, প্রবাসীরাও বেশি টাকা পাচ্ছেন বলেই তারা বেসরকারি ব্যাংকে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বৈধ পথে পাঠিয়েছে প্রবাসীরা। এরমধ্যে গত আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার এবং তার আগের মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads