রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবারও তা চালু হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। পরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সাংবাদিকদের জানান, বাংলাবান্ধা ট্রেনটি রাত সোয়া ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের এক নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে দুই নম্বর লাইনের উপরে উঠে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারারাত ধরে কাজ করে। মঙ্গলবার ভোরে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ হয়। রাতের ধুমকেতু ট্রেনের যাত্রা বাতিল করা হয়। লাইন ক্লিয়ার হওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে গেছে।
বিজ্ঞাপন