সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিকোড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ধানক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ মেঘ দেখে তাদের মধ্যে ১৩ জন মাঠের মধ্যে একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। তখন বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।