ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকার সুমি খাতুন (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চরগড়গড়ি নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। সুমির নিখোঁজের ঘটনায় তাঁর বাবা জাহাঙ্গীর হোসেন প্রামানিক ঈশ্বরদী থানায় একটি জিডি করেছেন।
জাহাঙ্গীর হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে সবার অগোচরে বের হয়ে সুমি আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। তিনি জানান, সুমির গায়ের রং শ্যামলা ফর্সা, মুখমন্ডল গোলাকার, পড়নের ছিল পিত রঙের প্রিন্টের সালোয়ার ও গোল কামিজ ও মিষ্টি রঙের ওড়না। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
কোন সহৃদয় ব্যক্তি সুমির খোঁজ পেলে নিচের মোবাইল নাম্বারে তিনি যোগাযোগ করার অনুরোধ জানান। মোবাইল ০১৭৩৩৪৮৭২৫৫…