ঈশ্বরদীর সন্তান আলেম আল আমিন খাঁন রমজান জুড়ে বিভিন্ন চ্যানেলের ইসলামিক প্রোগ্রামের উপস্থাপনা করছেন » Itihas24.com
ঈশ্বরদী২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীর সন্তান আলেম আল আমিন খাঁন রমজান জুড়ে বিভিন্ন চ্যানেলের ইসলামিক প্রোগ্রামের উপস্থাপনা করছেন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

বিগত বছরগুলোর ন্যায় এবারের রমজানেও বাংলাদেশের জাতীয় ও বেসরকারী উল্লেখযোগ্য টিভি চ্যানেলের প্রায় পৌনে দুই শত ইসলামিক প্রোগ্রামে উপস্থাপনা ও অতিথি হিসেবে থাকছেন ঈশ্বরদীর আলেম মুফতী আল আমিন খাঁন।
এবারের রমজানে যে প্রোগ্রাম গুলোতে অংশ গ্রহণ করছেন-
? চ্যানেল- Ekushey Tv
অনুষ্ঠানের নাম- আস সিয়াম
সময়- প্রতিদিন বিকাল ৫.৩০ মিনিটে।(মাসব্যাপী)

? চ্যানেল- Rtv
অনুষ্ঠানের নাম- রমজানের আমল
সময়- প্রতিদিন বিকাল ৩.২০ মিনিটে এবং
পুনঃপ্রচার প্রতিদিন বাদ মাগরিব ।(মাসব্যাপী)

? চ্যানেল- Rtv
অনুষ্ঠানের নাম- মুনাজাত
সময়- ইফতারের পূর্ব ।(রমজানের যেকোনো ১৭ দিন)

? চ্যানেল- Deepto Tv
অনুষ্ঠানের নাম- আল কুরআনের আহবানে
সময়- প্রতিদিন বিকাল ৩.৩০ মিনিটে।(মাসব্যাপী)

? চ্যানেল- DESH TV
অনুষ্ঠানের নাম- আলোর দিশারী (লাইভ প্রশ্নোত্তর)
সময়- প্রতিদিন বিকেল ৫টা (মোট ১৫ দিন)

? চ্যানেল- Bangladesh television ( BTV)
অনুষ্ঠানের নাম- আল কুরআন
সময়- ৯,১৪ রমজান সকাল ৭টা এবং
১৩,১৯,২৬ রমজান ইফতার পূর্বে

? চ্যানেল- Nagarik Tv
অনুষ্ঠানের নাম- সত্যপথ
সময়- ২৯,৩০ ও রমজানের যেকোনো ১ দিন সাহরীর সময়

? চ্যানেল- News 24
অনুষ্ঠানের নাম- আলোকিত প্রতিদিন
সময়- রমজানের যেকোনো ২ দিন সাহরীর সময়

? চ্যানেল- Channel 24
অনুষ্ঠানের নাম- সময়ের সেরা হাফেজ
সময়- ১২ তম রমজান বিকেল ৫ টা

? চ্যানেল- Channel 24
অনুষ্ঠানের নাম- আলোকিত রমাদান
সময়- ২য় রমজান সাহরির সময়

? চ্যানেল- DBC NEWS
সময়- ১৭ই রমজান সাহরি সময়

? চ্যানেল- Basheer Tv (অনলাইন ভিত্তিক)
অনুষ্ঠানের নাম- মাসায়েলে রমাদান
সময়- প্রতিদিন বিকালে (মাসব্যাপী)

? চ্যানেল- Basheer Tv (অনলাইন ভিত্তিক)
অনুষ্ঠানের নাম- ইসলামী সমাধান (লাইভ প্রশ্নোত্তর)
সময়- ১২,১৩,১৪,১৫,১৬ রমজান বিকেল ৫:৩৫

? চ্যানেল- Basheer Tv (অনলাইন ভিত্তিক)
অনুষ্ঠানের নাম- আমল মুনাজাত
সময়- রমজানের যেকোনো ৩ দিন ইফতার পূর্ব

? চ্যানেল- Jiboner Alo (অনলাইন ভিত্তিক)
অনুষ্ঠানের নাম- জীবনের আলো
সময়- রমজানের যেকোনো ৯ দিন

২০১৭ সাল থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য টিভি চ্যানেলগুলোতে নিয়মিত ইসলামিক প্রোগ্রামের উপস্থাপনা ও অতিথির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে ঢাকার একটি কওমী মাদ্রাসার প্রিন্সিপাল এবং গেন্ডারিয়া একটি আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক পাশাপাশি জুরাইন আল আকসা জামে মসজিদের খতীবের দায়িত্ব পালন করছেন।

DESH TV এর জনপ্রিয় লাইভ অনুষ্ঠান “ইসলামী জীবন ও জিজ্ঞাসার” নিয়মিত উপস্থাপকের দায়িত্ব পালন করে আসছেন যা প্রতিদিন (রমজান মাস ব্যাতীত) বিকেল ৫:০০-৫:৫০ সম্প্রচার এবং সকাল ৬:০০-৬:৫০ পর্যন্ত পূনঃপ্রচার হয়ে থাকে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads