প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন। বুধবার (১৯ এপ্রিল) রাতে ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আল্লাহতায়ালা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
এসময় মিজানুর রহমান স্বপন ঈশ্বরদী প্রেসক্লাবের জন্য বাংলাদেশের জাতীয় পতাকার ওয়ালমেট উপহার প্রদান করেন। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ জাতীয় পতাকার ওয়ালমেট গ্রহণ করেন।