চাঁদ দেখা গেছে, ঈদ ২৯ জুন » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

চাঁদ দেখা গেছে, ঈদ ২৯ জুন

বিশেষ প্রতিবেদন
জুন ১৯, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন (১০ জিলহজ) বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে মুসলমানরা ঈদ উদযাপন করেন।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলিম সম্প্রদায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

ঈদুল আজহা উদযাপনকালে বিশ্বের লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। করোনার কারণে দু’বছর (২০২০ ও ২০২১ সাল) বন্ধ থাকার পর গত বছর (২০২২) বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার। তবে সংখ্যায় তা ছিল আগের বছরগুলোর তুলনায় অর্ধেক। এবার পূর্ণ কোটায় হজযাত্রী পাঠানোর সুযোগ দিয়েছে দেশটি।

এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ২৭ জুনও ঈদের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি চাকরিজীবীরা আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঈদের ছুটি কাটাতে পারবেন। তবে ঈদের ছুটির একদিন ৩০ জুন পড়েছে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। এরপর ১ জুলাই শনিবারও সাপ্তাহিক ছুটির দিন।

ঈদ মানেই নাড়ির টানে মানুষের বাড়ি ফেরা। আর এসময়ে দেশের প্রায় সব রুটে থাকে অতিরিক্ত যাত্রীচাপ। যানজটে পথেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। খুশির ঈদযাত্রা হয়ে ওঠে ভোগান্তির। এ অবস্থায় সরকার চায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মানুষ। ফলে ঈদের সময় যথারীতি ফাঁকা হয়ে পড়বে ঢাকা।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads