এবারের বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে: অর্থমন্ত্রী » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

এবারের বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
জুন ১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ধারাবাহিকতা থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, ‘বাজেটে বিশেষ কোনো চাপ নেই। প্রস্তাবিত বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে।’

২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে সংসদে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। এবার বিপুল আকারে বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয়। এ বাজেট দিয়ে সরকার এবারও সফল হবে।’

‘সরকার এদেশের মানুষকে ঠকিয়ে, কাউকে গরিব করে কোনো কিছু অর্জন করতে চায় না। আমি মনে করি প্রস্তাবিত বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে।’

জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকালে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ সরকারের ২৪তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সরকার আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে রয়েছে, যেখানে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads