‘আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা » Itihas24.com
ঈশ্বরদী১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

‘আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা মনে করি যে, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি।’

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা তিনটার আগে এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

এই বিদ্যুৎকেন্দ্রকে ‘পরিবেশবান্ধব’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘অচিরেই প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই বিদ্যুৎটা হচ্ছে অত্যন্ত পরিবেশবান্ধব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো প্রকার দুর্যোগে যাতে এই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটি মাথায় রেখে এর উন্নয়ন ও নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। তাছাড়া, ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার জন্য আমরা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তি সই করেছি।’

তিনি আরও বলেন, ‘(রাশিয়ার) প্রেসিডেন্ট পুতিনের কাছে শুনেছি, ২০২৬ সালের মধ্যেই আমাদের দ্বিতীয় ইউনিট চালু হবে। ২০২৪ সালের মধ্যেই প্রথম ইউনিট (চালু হবে)। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য আমরা পৃথক আইন প্রণয়নের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ারপ্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানি আমরা গঠন করেছি।’

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads