পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ২৫ জন আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য হতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ২৫ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, পাবনার ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসলে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংঘ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রশিদুল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ আলী জিরু, পাবনা জেলা আওয়ামী লীগের লীগের উপদেষ্টা এডভোকেট রবিউল আলম বুদু, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল। জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, জেলা আওয়ামী লীগের সদস্য বশির আহমেদ বকুল, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: সাহেদ ইমরান, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, সাবেক ছাত্রলীগ নেত্রী ড. মুসলিমা জাহান ময়না, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এডভোকেট আখতারুজ্জামান মুক্তা, এ্যডভোকেট শ্যামা আক্তার সায়মা, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
বিজ্ঞাপন