আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের তৃতীয় পর্যায়ে আরও ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, আজ সকালে দ্বিতীয় পর্যায়ে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। তারও আগে সোমবার প্রথম পর্যায়ে ৪৭ ইউএনওকে বদলির অনুমোদন দিয়েছিল ইসি।

প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয়া হয়েছিল।

এরপরই বদলির জন্য আরও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম নির্বাচন কমিশনে পাঠানো হয়। একদিন না যেতেই আজ সকালে তাদের বদলির অনুমোদন দেয় ইসি। আর দুপুর ৩টার দিকে আরও ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদনের খবর নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব মিলিয়ে ২৫০ ইউএনওকে বদলি করা হতে পারে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়। এতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি।
সাম্প্রতিক সময়

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads