বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে ঈশ্বরদী আন্ত:উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ২দিনব্যাপী বৃত্তি পরীক্ষা-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ করছে।
পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভুক্ত প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।
বিজ্ঞাপন