নতুন মন্ত্রিসভায় শপথ নিতে ফোন পেলেন যারা » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

নতুন মন্ত্রিসভায় শপথ নিতে ফোন পেলেন যারা

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরইমধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুিদ্দন।

এরই অংশ হিসেবে নতুন মন্ত্রিপরিষদের যারা সদস্য হচ্ছেন, তাদেরকে শপথ নিতে ফোন দেয়া হয়েছে। কাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা।

শপথ নিতে যারা ফোন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, ও তাজুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, আ ক ম মোজাম্মেল হক, ডা. হাছান মাহমুদ, ড. আব্দুর রাজ্জাক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন।

এর আগে, আজ বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।

সকালে সংসদে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপরই জানা যায়, সংসদেরে নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

এদিকে, সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads