শরীয়তপুরের গোসাইরহাটে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। সে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে মা মাহমুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল শিশু আদিবা। এসময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিলাপের সুরে মা মাহমুদা বেগম বলেন, ‘সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরতো। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিল। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না। আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেলো।’
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে আদিবা নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন